আমার একটা তুমি চাই

আমার একটা তুমি চাই, যে অনেকদিনের পুরোনো বন্ধুত্বকে একটা নতুন সম্পর্কের নাম দিতে চাইবে।
আমার একটা তুমি চাই, যে "ভালোবাসি" কথাটা বলার আগে আমাকে জড়িয়ে ধরবে।
আমার একটা তুমি চাই, যে সারাদিনের প্রেম-আলাপের পরও একহাত বন্ধুত্ব এগিয়ে দিয়ে মনের কোণায় জমে থাকা কথাগুলো ধৈর্য্য ধরে শুনতে চাইবে।
আমার এমন একটা তুমি চাই, যার সাথে রাস্তার মোড়ের ওই ফুচকা কাকা ফাউ কেন দিলো না, সে নিয়ে ঝগড়া করা যাবে।
আমার একটা তুমি চাই, যে দিনের শেষে বাড়ি ফিরেছি কিনা ফোন করে খোঁজ নেবে।
এমন একটা তুমি চাই, যার সাথে মন খুলে ঝগড়া করা যাবে বেশ। যদি কখনও রাগটাকে নিজের মধ্যেই চেপে রাখি, কাছে এসে বলবে,  " কিগো! ঝগড়া করবে না? এভাবেই নিজের মধ্যে চেপে রাখবে বুঝি! রাখতে পারবে তো!"
আমার এমন একটা তুমি চাই, যার উপর মান অভিমান করলে কাছে এসে মানাবে। যার সাথে সারাক্ষণ খুনসুটির পর্ব চলবে।
আমার এমন একটা তুমি চাই, যে কখনও গম্ভীর হয়ে যাবে না। এই তুমি! তোমাকে বলছি। বিশ্বাস করো, গম্ভীর হলে তোমাকে একদম মানাবে না। বয়স্ক বয়স্ক লাগবে।
আবার, আমার এমন একটা তুমি চাই, যখন গভীর রাতে আকাশের মতোন মনের মধ্যেও মেঘ জমবে তখন আমার পাশে এসে চুপটি করে বসে থাকবে। কোনো প্রশ্ন বা কিচ্ছু জিজ্ঞেস করবে না।
আমার এমন একটা তুমি চাই, যাকে নিজের মনের একদম গভীরে লুকিয়ে রাখবো। কখনও যদি তুমি বদলে যাও তখন যাতে তোমাকে তোমার কাছেই ফিরিয়ে দিতে পারি।
আমার এমন একটা তুমি চাই, যে কখনও আমাকে ছেড়ে থাকার কথা ভাববে না। যার মন খারাপের একমাত্র আশ্রয় থাকবো আমি। যে তার অতীতের সব কিছু ভুলিয়ে বসবে।
আমার সেই তোমাকে চাই, যার সাথে অনায়াসে দিনগুলো কাটিয়ে দেওয়া যায়। যার হাত ধরে অনায়াসেই কঠিন পরিস্থিতিগুলো হাসি মুখে পার করা যায়।
এই তুমি। এই লেখাটা পড়ছো কিনা জানি না। তবে তোমাকে এটুকু বলার নিজেকে আমার প্রেমিকে পরিণত করার সাথে সাথে আমাকেও নিজের আদরের প্রেমিকাতে পরিণত করে তোলো আমার সেই তোমাকে চাই।
কি হলো! কি ভাবতে বসলে এতো! ভয় পাচ্ছো পারবে কি না!? কি মনে হচ্ছে বেশি আবেগে ভেসে গেছি? বাস্তব থেকে অনেকটাই দূরে আছি এটাই তো! তাহলে বলবো একদমই ভুল ভাবছো। এই কঠিন বাস্তবের মাঝে শুধু তোমার-আমার একটা আলাদা জায়গা করে নিয়েছি। বাস্তবের ভয়ে তোমাকে হাতছাড়া করতে চাইনা। তাই তো তোমাকে এতো কিছু বলা। যাতে কখনও যদি কোনও কারণে সম্পর্কের ভিতটা নড়ে ওঠে, তখন এই তুমি  আমার হাতটা শক্ত করে ধরে কানের কাছে এসে বলো,  "এতো কি ভাবছো! সব তো ঠিকই আছে। তোমাকে ছেড়ে যাওয়ার সাহসটা আমার আবার আছে নাকি?"
এই তুমি আমার কাছে আসার আগে নিজেকে নরম করে এসো। কঠিন বাস্তবের সাথে জড়ানো শক্ত তুমিটাকে কেমন জানি অদ্ভুত বনমানুষের মতোন লাগবে। জানি সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। তাই সবশেষে আবদার করে এটাই বলতে চাই,
"এই তুমি, কঠিন পরিস্থিতির শিকার হয়ে নিজেকে আর বদলে ফেলো না প্লিজ।"

Comments

Post a Comment

Popular posts from this blog

রঙ-তুলির আত্মকথা

আমার শহর