রঙ-তুলির আত্মকথা

রঙ: আমি পৃথিবীকে রঙ্গিন করে তুলি।
তুলি: আর আমি তোমার রঙ্গীনতায় সাহায্য করি।
রঙ: সেটা কিরকম!
তুলি: ওমা! আমার ছোঁয়ায় তোমার সৌন্দর্য্যের রূপ প্রকাশ পায়।

রঙ আর তুলি- এদের দুজনের বেশ একে অপরের সঙ্গে গভীর একটা সম্পর্ক আছে। ছোটবেলায় যখন আমরা জল রঙের বাক্স কিনতাম সেই বাক্সটার সাথে একটা তুলিও থাকতো সেটা আমরা সবাই খেয়াল করেছি। তাই আজ অন্য কিছু নয়; বরং রঙ-তুলির এই গভীর সম্পর্ক নিয়ে কথা বলবো।
আমাদের এই পৃথিবীটা রঙ দিয়ে মোড়ানো। আমাদের দৃষ্টি যতদূর অবধি যায় ততই আমরা বেশ নানান রঙের সমাহার খুঁজে পাই। আমাদের আশেপাশের সব কিছুই তাদের নিজেদের বিশেষ কয়েকটি রঙ ধারণ করে আছে। শুধু বাস্তব জগতের কথা বললে ভুল হবে। আমাদের স্বপ্নের জগতেও আমরা রঙের বৈচিত্র্য খুঁজে পাই। সংক্ষেপে বলতে গেলে রঙ আমাদের জীবনকে বেশ সুন্দর করে রাঙিয়ে তোলে। ওই যে লাল গোলাপটা যেটা দেখলে যেকোনো নারীর মন খুশিতে ভরে ওঠে। আচ্ছা! কখনও কি আমরা ভেবে দেখেছি যদি আমাদের জীবনটা পুরোনো দিনের 'ব্ল্যাক এন্ড হোয়াইট'-এর মতন হতো! দেখতে গেলে সাদা কালোও রঙের মধ্যেই পড়ছে। আরও সহজ করে বললে, "যদি সব কিছু রঙহীন হতো!" ভালো কি লাগতো? নাকি সবকিছু কিরকম বিষাদময় হয়ে যেত তাই না! কিন্তু তা হয়নি। সূর্যের আলো থেকেই রঙের উৎস এটা আমরা সকলে ছোটবেলা দিয়েই পড়ে এসেছি। বৈজ্ঞানিক ভাষায় আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যকে রঙ বলা হয়। এতো ব্যাখ্যায় আপাতত গেলাম না।
প্রত্যেকটি মানুষের জীবনে রঙের ব্যাখ্যাটা আলাদা। প্রিয় রঙও আলাদা। কারও নীল রঙ প্রিয় তো কারও চোখে সবুজ বেশি আকর্ষণীয়। আর এই রঙই আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।

চিত্রশিল্পীদের কাছে রঙের গুরুত্ব বেশ অনেকটাই। রঙ ছাড়া তারা অচল। রঙ দিয়ে যেরকম বাস্তব জগতের সব কিছু আলাদা করে ব্যাখ্যা করা যায়। ঠিক সেরকমই রঙ দিয়েই একটা চিত্রকে পূর্ণতা দেওয়া হয়। রঙ ছাড়া কোনো ছবিকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু শুধুই কি রঙের মাধ্যমে! না সেটা বলা একদমই ভুল হবে। রঙের সাথে তুলিরও যথাযথ ভূমিকা আছে একটা চিত্রকে পূর্ণতা দিতে।
রঙ আর তুলির বেশ সুন্দর একটা মেলবন্ধন আছে। শুধু রঙ দিয়ে কখনও কোনো ছবিকে সঠিক আকার দেওয়া যায় না। তার সাথে তুলিরও যথেষ্ট অবদান আছে। একমাত্র তুলি রঙ দিয়ে একটা ছবিকে সঠিক এবং সুন্দর আকার দিয়ে থাকে। 'তুলি রঙ দিয়ে' তাহলে বোঝা যাচ্ছে যে এদেরকে কখনোই আলাদা করা সম্ভব নয়। তাই শুধুমাত্র রঙ কেন একা কৃতিত্ব নেবে! শুধু তাই নয়, তুলির মাধ্যমেই দুটো রঙের সঠিক পরিমানে মিশ্রণে আবার নতুন একটি রঙের সৃষ্টি হয়। যেরকম সমান সমান পরিমানে লাল এবং নীল রঙের মিশ্রণ করলে 'মেজেন্ডা' রঙটি আসে। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বললে এটাকে 'আরজিবি কালার মডেল' এর মধ্যে ফেলা হয়ে থাকে। আবার কোনো জায়গায় বেশি রঙের ব্যবহার হয়ে থাকলে তুলির যথাযথ ব্যবহারের মাধ্যমেই রঙটা হাল্কা করা যায়।

তুলির ব্যবহার ছাড়া কোনও ভাবেই রঙের মিশ্রণ করা বা রঙ করা সম্ভব নয়। রঙের কাজ যেরকম সব কিছুই রঙিন করা ঠিক সেরকমই তুলির কাজ সঠিক জায়গায় রঙের ব্যবহার করে জিনিসটাকে আরও রাঙিয়ে তোলা। রঙ আর তুলির এই সম্পর্কে একজনের আরেকজনকে ছেড়ে থাকা প্রায় অসম্ভব। 

Comments

Popular posts from this blog

আমার একটা তুমি চাই

আমার শহর