Posts

Showing posts from March, 2020

করোনা VS ইচ্ছে

সকাল দিয়ে বিছানায় জায়গা নিয়েছি। হঠাৎ করে কোনও কারণ ছাড়াই বড্ড খারাপ লাগছে শরীরটা। নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে। কে জানি কেন? একে তো চারপাশের অবস্থা ভয়ঙ্কর। মারণ ভাইরাস করোনা তাঁর থাবা বসাতে ব্যস্ত। অন্যান্য দেশগুলির মতোন আমাদের দেশেও ভাইরাসের প্রভাব প্রতিপত্তি বেশ ভালো রকমের এগোচ্ছে। যদিও এতে আমাদের দেশের লোকগুলোর দোষ। কারও কথা শুনবো না, মানব না। সরকার কিছু করলে বা বললে শুনবো না। আর সরকার হাত গুটিয়ে বসে থাকলে! বাপ রে বাপ। লোকের খিস্তির অভাব হবে না। এখন সালটা 2020। শুনেছি মানে বেশ কয়েকটা পোর্টাল বলুন বা অন্য কোথাও, শুনেছি নাকি প্রতি 100 বছর অন্তর এরকম মহামারী পৃথিবীর বুকে নেমে আসে তাঁর উপর জমে থাকা জীবন্ত জঞ্জালগুলোকে পরিস্কার করতে। ইতিহাস তো তাই বলে। 1920, 1820, 1720, 1662 এই প্রতিটি সালেই ভয়ঙ্কর মহামারী দেখা গিয়েছে। বলি হয়েছেন লাখ লাখ মানুষ! এর উপর বেশ কয়েকটা উপন্যাসও লেখা হয়েছে, যেমন- স্টেশন 11, প্লেগ, দ্য প্যাসেজ ইত্যাদি ইত্যাদি। আমার আবার বেশি নাম মনে থাকে না। তাই যে কটা মনে ছিল লিখে দিলাম। বর্তমান সময়ে বলা চলে চলতি বছরের জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন দেশগুলিতে মহামারীর চেয়ে...