আমার একটা তুমি চাই
আমার একটা তুমি চাই, যে অনেকদিনের পুরোনো বন্ধুত্বকে একটা নতুন সম্পর্কের নাম দিতে চাইবে। আমার একটা তুমি চাই, যে "ভালোবাসি" কথাটা বলার আগে আমাকে জড়িয়ে ধরবে। আমার একটা তুমি চাই, যে সারাদিনের প্রেম-আলাপের পরও একহাত বন্ধুত্ব এগিয়ে দিয়ে মনের কোণায় জমে থাকা কথাগুলো ধৈর্য্য ধরে শুনতে চাইবে। আমার এমন একটা তুমি চাই, যার সাথে রাস্তার মোড়ের ওই ফুচকা কাকা ফাউ কেন দিলো না, সে নিয়ে ঝগড়া করা যাবে। আমার একটা তুমি চাই, যে দিনের শেষে বাড়ি ফিরেছি কিনা ফোন করে খোঁজ নেবে। এমন একটা তুমি চাই, যার সাথে মন খুলে ঝগড়া করা যাবে বেশ। যদি কখনও রাগটাকে নিজের মধ্যেই চেপে রাখি, কাছে এসে বলবে, " কিগো! ঝগড়া করবে না? এভাবেই নিজের মধ্যে চেপে রাখবে বুঝি! রাখতে পারবে তো!" আমার এমন একটা তুমি চাই, যার উপর মান অভিমান করলে কাছে এসে মানাবে। যার সাথে সারাক্ষণ খুনসুটির পর্ব চলবে। আমার এমন একটা তুমি চাই, যে কখনও গম্ভীর হয়ে যাবে না। এই তুমি! তোমাকে বলছি। বিশ্বাস করো, গম্ভীর হলে তোমাকে একদম মানাবে না। বয়স্ক বয়স্ক লাগবে। আবার, আমার এমন একটা তুমি চাই, যখন গভীর রাতে আকাশের মতোন মনের মধ্যেও মেঘ জমবে তখন আমার প...