Posts

Showing posts from March, 2019

প্রতিদিনের মতন

“প্রতিদিনের মতোই রোজ সকালে এই ভেবে ঘুম থেকে উঠি এই বুঝি তোমার সাথে কথা হবে, এই বুঝি তুমি একটা এসএমএস করবে। এই ভেবে ঘুম থেকে উঠি আজ বুঝি তোমার সাথে কথা হবে! কিংবা হঠাৎ করেই তোমার সাথে দেখা হয়ে যাবে। রোজ সকালে উঠে ভাবি আজ হয়তো দিনটা একটু অন্যরকম যাবে, তোমার সাথে। সারাদিন আর কিছু চাই না তোমার সঙ্গ ছাড়া। প্রতিদিনের মতোই রোজ সকালে উঠে এটা ভাবি যেন তুমি ছাড়া সারাদিন অন্য কাউকে নিয়ে ভাবতেই না হয়। আমার সব খুঁটিনাটি কাজের মধ্যে দিয়েও যেন তোমাকেই খুঁজে পাই। প্রতিদিনের মতো আমি এটাই চাই যাতে তোমার মধ্যে দিয়েই নিজেকে খুশি করার আরেকটা অজুহাত পেয়ে যাই। জানি তুমি কি ভাবছ। তোমার ভাবনাটাকে দোষও দিই না। কারণ আমি জানি এভাবে হয়তো তোমাকে আগে কেউ চায় নি। ভুল বললাম! এভাবে হয়তো তোমাকে কেউ আগে ভালোবাসেনি। তাই হয়তো এটার সাথে খুব বেশি পরিচয় তোমার নেই। কি সুন্দর করে মজার ছলে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে সেটা ভাবতেও পারিনি। তখনও সকালটা তোমাকে দিয়েই শুরু হতো। কিন্তু সেইখানে ছিল অনেকটা জুড়ে ভালোবাসা, ভালোলাগা আর ভালো থাকা।   জানি আমি তুমি কখনও আমাকে সেইভাবে ভালবাসতে পারনি। আর তাই নিজেকে আমার থেকে দূরে সরিয়ে ন...