রঙ-তুলির আত্মকথা

রঙ: আমি পৃথিবীকে রঙ্গিন করে তুলি। তুলি: আর আমি তোমার রঙ্গীনতায় সাহায্য করি। রঙ: সেটা কিরকম! তুলি: ওমা! আমার ছোঁয়ায় তোমার সৌন্দর্য্যের রূপ প্রকাশ পায়। রঙ আর তুলি- এদের দুজনের বেশ একে অপরের সঙ্গে গভীর একটা সম্পর্ক আছে। ছোটবেলায় যখন আমরা জল রঙের বাক্স কিনতাম সেই বাক্সটার সাথে একটা তুলিও থাকতো সেটা আমরা সবাই খেয়াল করেছি। তাই আজ অন্য কিছু নয়; বরং রঙ-তুলির এই গভীর সম্পর্ক নিয়ে কথা বলবো। আমাদের এই পৃথিবীটা রঙ দিয়ে মোড়ানো। আমাদের দৃষ্টি যতদূর অবধি যায় ততই আমরা বেশ নানান রঙের সমাহার খুঁজে পাই। আমাদের আশেপাশের সব কিছুই তাদের নিজেদের বিশেষ কয়েকটি রঙ ধারণ করে আছে। শুধু বাস্তব জগতের কথা বললে ভুল হবে। আমাদের স্বপ্নের জগতেও আমরা রঙের বৈচিত্র্য খুঁজে পাই। সংক্ষেপে বলতে গেলে রঙ আমাদের জীবনকে বেশ সুন্দর করে রাঙিয়ে তোলে। ওই যে লাল গোলাপটা যেটা দেখলে যেকোনো নারীর মন খুশিতে ভরে ওঠে। আচ্ছা! কখনও কি আমরা ভেবে দেখেছি যদি আমাদের জীবনটা পুরোনো দিনের 'ব্ল্যাক এন্ড হোয়াইট'-এর মতন হতো! দেখতে গেলে সাদা কালোও রঙের মধ্যেই পড়ছে। আরও সহজ করে বললে, "যদি সব কিছু রঙহীন হতো!" ভালো কি লাগতো? নাকি ...