একটু অন্যরকম
আমাদের দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত যে অনেক কিছুই আমাদের নজরে সচরাচর আসেনা। কিন্তু সারাদিনের ক্লান্তির পর ভারচুয়াল মিডিয়াতে ঢুকতেই এমন কিছু দেখি যেগুলো আবার এড়িয়ে যাওয়ার মতোনও না। মাঝেমধ্যেই ফেসবুকের মতোন সোশ্যাল মিডিয়াতে বেশির ভাগ মেয়েদেরই পোস্ট করতে দেখি যেখানে বলা হয়ে থাকে, " একটা ছেলে কখনই একটা মেয়ের চেয়ে বেশি স্ট্রং হতে পারে না। আমরা হেঁসেল ঠেলি, সংসার সামলাই, নয় মাস একটা বাচ্চাকে পেটে রেখে জন্ম দি প্রসব যন্ত্রণা সহ্য করে, তাকে বড় করে তুলি এবং আরও অনেক কিছু।" বলতে শুরু করলে হয়তো শেষ হবে না। অবশ্যই আমরা মেয়েরা স্ট্রং না হলে রান্না করা, সংসার সামলানো, কাজ করা, আবার ছেলে-মেয়ে মানুষ করে তোলা- এতকিছু একা হাতে করা মুখের কথা নয়। প্রসব যন্ত্রণা সহ্য করার ক্ষমতাটাও মেয়েদের আছে। কিন্তু শুধুমাত্র এই "প্রসব যন্ত্রণা" কথাটাকে বেশি প্রাধাণ্য দিয়ে কখনই নিজেদের স্ট্রং আর ছেলেদের উইক বলা খাটে না। কারণ আমরা মেয়েরা যেকোনও কঠিন পরিস্থিতির সম্মুখিন হলে অনেক সময়ই ভেঙে পরি। কিন্তু কখনই কোনও ছেলেকে কোনোরকম কঠিন পরিস্থিতিতে কাঁদতে বা হেরে যেতে দেখিনা। তাদের মুখবুজে সেই কঠিন সময়ট...