আমার শহর

"মেঘের চাদরে মোড়া চেনা শহর, সবুজের গন্ধের মোড়কে ভরে থাকে ভালোবাসার আঙ্গিনা।" ঠিক এইভাবেই শহরটার প্রেমে পড়েছিলাম। বয়স তখন সবে তেরো, মা বাবার হাত ধরে এই স্বপ্নের দেশে পাড়ি দি। মনের মধ্যে ছিল অনেকটাই কৌতূহল আর কিছুটা ভয়। কিন্তু কখন যে এই ভয়টা কাটিয়ে এই শহরটাকে ভালবেসে ফেলেছিলাম তা বুঝতে পারিনি। ওহ! শহরটার নামটা তো বলাই হল না! আমার কালিম্পং। স্কুল জীবনের বেশির ভাগ সময়টাই আমার এখানে কাটানো। স্কুলের নাম ছিল নেপালি গার্লস হাই স্কুল। এই শহরের মধ্যমণি ছিল আমার স্কুল। পাহারের কোলে থাকায় স্কুলটি এই শহরটির মতোই ছিল সৌন্দর্যে ভরপুর। স্কুলটির পাশেই ছিল হোস্টেল ক্যাম্পাস। ওখানেই আমাকে থাকতে হত। বেশ কয়েকজন নতুন কিছু ছোট -বড় মানুষের সাথে আলাপ হয় সেখানে। শহরটার মতন ওখানকার মানষগুলো বেশ সুন্দর। ভীষণ জলদি আপন করে নেয় সবাইকে তারা। দেখতে গেলে বেশ ছোট বয়স থেকেই হোস্টেল জীবন সম্পর্কে ধারণা এসে গিয়েছিল। দিনগুলো বেশ মজায় কাটতো। সকালে স্কুল আর বিকেলে হোস্টেল এ গিয়ে সোজা খেলতে চলে যাওয়া, এইভাবেই সারাটা দিন কেটে যেতো। আর রবিবার দিনগুলো ক্যাম্পাস থেকে একটু বেরিয়ে পাশের চার্চে নিয়ে যাওয়া হতো। ...