Posts

Showing posts from February, 2019

বাক্সবন্দি চিঠি তোমার নামে

প্রিয় প্রেমিক,                  মনে পড়ে তোমার সেই প্রথম দিনটা যেদিন এই অগোছালো মেয়েটার হাত ধরে বলেছিলে সারাজীবনের জন্য পাশে থেকে ভালোবাসতে চাও! একটা অদ্ভুত ভালো লাগা আর সম্মান জন্মেছিল তোমার প্রতি সেদিন। মনে হয়েছিল এই তোমার হাত ধরে অনায়াসে দিনগুলো কাটিয়ে দিতে পারবো। সেদিন তোমার থেকে সময় চেয়েছিলাম ঠিকই কিন্তু উত্তরটা সেদিনই তোমায় জানিয়ে দিতে চেয়েছিলাম।       তোমার সেই কথার উত্তরটা আমি কখনও তোমাকে সেভাবে দিইনি। তুমি নিজেই বুঝে গিয়েছিলে আমি কি চাই। কি সুন্দরভাবে তখন আমি কিছু না বলাতেও আমার মনের কথা বুঝে যেতে তাই না। আচ্ছা ওই দিনটার কথা মনে আছে তোমার যেদিন সারাদিনের অপছন্দের ক্লাসগুলো করে আসার পর তোমার সাথে দেখা করে তোমাকে জড়িয়ে ধরে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলতে চেয়েছিলাম! অবাক হওয়ার চেয়েও বেশি লজ্জা পেয়েছিলে তুমি সেদিন। শুধু তাই নয় রোজ যে ফোনে ঘন্টার পর ঘন্টা আমরা কি এত কথা বলে কাটিয়ে দিতাম কে জানে! কিন্তু দেখো আজ না আমাদের মধ্যে সেভাবে দেখা হয় নাই কথা। কথা গুলো যেন কিরকম ভাবে হারিয়ে গেছে।       তুমি আমাকে আদর করে '...